• ঢাকা সোমবার
    ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৭২-এর সংবিধান বাতিলের দাবি এনসিপি’র, রাঙামাটিতে পদযাত্রা ও সমাবেশ

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৮:২৬ পিএম

৭২-এর সংবিধান বাতিলের দাবি এনসিপি’র, রাঙামাটিতে পদযাত্রা ও সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি

৭২ সালের মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সংবিধান রচনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবিধান সংস্কারের এই দাবি জানিয়ে রোববার (২০ জুলাই) রাঙামাটিতে পদযাত্রা, গণসংযোগ ও পথসভা করেছে দলটি।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশব্যাপী এনসিপির চলমান পদযাত্রার অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে রাঙামাটিতে পৌঁছান বেলা সাড়ে ১২ টার দিকে । পরে শহরের শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয় পদযাত্রা, যা বনরূপা সড়ক ঘুরে সিএনজি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য দেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “৭২-এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালীদের সঙ্গে বিভেদ সৃষ্টি করা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হয়েছে। আমরা সকল বিভেদের উর্ধ্বে উঠে, সকল জনগোষ্ঠীর মর্যাদা নিশ্চিত করে একটি নতুন সংবিধান রচনার জন্য জাতীয় চুক্তির আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “মুজিববাদী সংবিধান বাতিল করে পাহাড় ও সমতলের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন একটি গ্রহণযোগ্য, গণতান্ত্রিক ও আধুনিক সংবিধান।”

পদযাত্রায় অংশ নেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

রাঙামাটির ১০টি উপজেলা থেকে শতাধিক নেতাকর্মী, ছাত্র ও সাধারণ মানুষ পদযাত্রায় অংশ নেন।

এনসিপির রাঙামাটি জেলা প্রধান সমন্বয়কারী বিপিন চাকমার সভাপতিত্বে সমাবেশ শেষে দলটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ