• ঢাকা বৃহস্পতিবার
    ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
মানববন্ধন

বৃত্তি পরীক্ষায় প্রাথমিক ও বেসরকারি কিন্টারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৯:৪৪ পিএম

বৃত্তি পরীক্ষায় প্রাথমিক ও বেসরকারি কিন্টারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় ২০২৫ এ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায়  ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ, সাধারণ সম্পাদক অপরেশ রায় অপু, মোহাম্মদ মিজানুর রহমান, নাজিম উদ্দিন আহমেদ লেনিন, আসাদুজ্জামান মোল্লা, বেলায়েত হোসেন, জয়প্রকাশ, এইচ এম ইব্রাহিম সহ ফরিদপুরের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জানান, শিক্ষাক্ষেত্রে বেসরকারি কিন্ডারগার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষা বিস্তারে টেক্সটবুক বোর্ডের কারিকুলাম দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে অনুসরণ করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার ফলে দিন দিন সামাজিকভাবে এসব প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং এ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করি ঈর্ষণীয় সাফল্য স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

এ সময় তারা শিক্ষা সচিবের কাছে আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির কমলমতি মতে শিক্ষার্থীদের পূর্বের ন্যায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান।

পরে তারা ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আর্কাইভ