• ঢাকা শনিবার
    ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জাতি তাকিয়ে আছে, নতুন বাংলাদেশ গড়বে জামায়াত: সহকারী সেক্রেটারী জেনারেল

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৯:২৮ পিএম

জাতি তাকিয়ে আছে, নতুন বাংলাদেশ গড়বে জামায়াত: সহকারী সেক্রেটারী জেনারেল

নীলফামারী প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচন হবে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন, আর সেই নির্বাচনে নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধায় দিনব্যাপী নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, অঞ্চল টিমের অন্যতম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ডা. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলার চারটি আসনের সম্ভাব্য এমপি প্রার্থীবৃন্দ এবং উপজেলার আমিরগণ। জেলার চারটি সংসদীয় আসনের রুকনদের অংশ গ্রহণে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, জাতি আজ জামায়াতের দিকে তাকিয়ে আছে। নতুনভাবে নতুন বাংলাদেশ গড়ার আশায় মানুষ অপেক্ষায় আছে। এজন্য আমাদের অতীতের চেয়ে অনেক বেশি ত্যাগ ও কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, এ টি এম আজহার ভাইয়ের মুক্তি, জামায়াতের নিবন্ধন পুনঃপ্রাপ্তি এবং প্রতীক ফিরে পাওয়া, সব মিলিয়ে আগামী নির্বাচনে জামায়াতের অংশ গ্রহণের সম্ভাবনা ইতিবাচক বার্তা বহন করছে।

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সাংগঠনিক দিকনির্দেশনা, রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ‍‍`ত্যাগ, শৃঙ্খলা ও দাওয়াতের‍‍` মাধ্যমে আগামী নির্বাচনে জনআস্থা অর্জনের লক্ষ্যে জামায়াত নেতারা দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ