• ঢাকা মঙ্গলবার
    ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৭:৫৮ পিএম

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে হেনা বেগম (৪২) নামে নারীর মৃত্যু হয়েছে।  সোমবার (২৮ জুলাই) সকালে ওই ঘটনাটি ঘটে নীলফামারী কলেজ স্টেশনের উত্তরে। নিহত নারী নীলফামারী জেলা সদরের পশ্চিম পাটকামুড়ি এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।  

পুলিশ জানায়, নীলফামারী কলেজপাড়ার চাচাতো ভাই মো. রোস্তম আলীর বাড়িতে ছেলেসহ বেড়াতে আসেন ওই নারী। সকালে নাস্তা খেয়ে ডাক্তার দেখানোর কথা ভাইয়ের বাড়ি থেকে বেড়িয়ে আসেন এবং রেলপথ ধরে হাঁটতে থাকেন।  এসময় চিলাহাটি-খুলনাগামী রূপসা আন্ত:নগর ট্রেনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।   আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তানন্তর করা হবে।  
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ