
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৮:৩০ পিএম
নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার লোহা চোর সিন্ডিকেট এর মূল হোতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে শহরের গোলাহাট এলাকার তাঁর নিজ বাড়ি থেকে সৈয়দপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন জানান, গত বছরের ৩১ আগস্ট জেলা বিএনপির করা রাজনৈতিক মামলা নং ২০ এর সন্দিগ্ধ আসামী হিসেবে আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরেই তাঁকে নীলফামারী জেলা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আশরাফুল আলম সৈয়দপুর রেলওয়ে কারখানার লোহা চোর চক্রের মূল হোতা। গোলাহাট এলাকায় তার ভাঙ্গারী ব্যবসার আড়ালে দীর্ঘ বছর থেকে কারখানার চোরাই মালামাল ক্রয় ও পাচার সিন্ডিকেটে এর মূল হোতা ছিলেন তিনি। তাঁর একাধিক গোডাউন রয়েছে। বিগত আওয়ামী লীগ আমলে দলীয় দাপটে প্রকাশ্যে এই সিন্ডিকেট কারখানার চুরির মহোৎসব চালিয়েছেন।