 
              প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১১:১৭ এএম
 
                 
                            
              ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের বসতবাড়িতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে রংপুরের গঙ্গাচড়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার এক কিশোরের বাড়িসহ সনাতন ধর্মাবলম্বীদের বসতঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এখন ওই এলাকায় আতঙ্ক কিছুটা কমেছে। আতঙ্কে যেসব পরিবার অন্যত্র গেছে, তারা বাড়িঘরে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে উপজেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত শুরু হয়েছে।
গত শনিবার রাতে ও রোববার বিকেলে উপজেলার আলদাদপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলদাদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের আশপাশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      