• ঢাকা সোমবার
    ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ঢাকায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১০:৩৮ পিএম

ঢাকায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি

ঢাকা রিপোটার্স ইউনিটিতে জনৈক জুবায়ের হোসেন বাপ্পি নামের এক ব্যাক্তি সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

রোববার (৩ আগস্ট) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন মালিথা, শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত কারামুক্ত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানসহ ঈশ্বরদীর বেশ কয়েকজন বিএনপি নেতাদের বিরুদ্ধে গত ১ আগষ্ট ঢাকায় সংবাদ সম্মেলন করার নামে যে মিথ্যাচার ও বিষোদগার করা হয়েছে তা বিএনপির বিরুদ্ধে ষড়যন্তমূলক ও মানহানিকর।

তথাকথিত ওই সংবাদ সম্মেলনের পেছনে যারা রয়েছেন তাদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাকারিয়া পিন্টু পাবনা-৪ আসন থেকে নির্বাচনের ঘোষনা দেওয়ায় পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রতিহিংসা পরায়ন হয়ে একের পর মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছেন। ঢাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তারই অংশ।

শামসুদ্দিন মালিথা বলেন, ঢাকার সংবাদ সম্মেলনর জাকারিয়া পিন্টুকে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও বালুমহাল দখলকারী হিসেবে উল্লেখ করা হয়েছে যা শুধু মিথ্যাই নয়, চরম মানহানিকর। তিনি দলের হাই কমান্ডকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে মুঠোফোনে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন, এসব বিষয়ে আমি কোন বক্তব্য দিতে চাই না। এই মুহুর্তে এসব বিষয়ে ‘আমি অন্ধ, আমি বধির, আমি বোবা।’    
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ