• ঢাকা সোমবার
    ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশী গুলিবিদ্ধ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৭:২৩ পিএম

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশী গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শেখ আলমগীর হোসেন আলম নামে এক বাংলাদেশি ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমগীর হোসেন আলম লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: এবিএম আক্তার মারুফ জানান, ছাররা গুলিবিদ্ধ অবস্থায় তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছাররা গুলি রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশংকা মুক্ত রয়েছেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দীন বলেন, আলমগীর গত ৩০ জুলাই অবৈধ পথে তার আত্নীয়ের বাড়িতে গিয়েছিল। আজ সোমবার পুনরায় অবৈধভাবে বাংলাদেশের আসার পথে বিএসএফ’র গুলিতে আহত হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ