• ঢাকা সোমবার
    ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ডোমারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৭:২৯ পিএম

ডোমারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের তিনজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে পুলিশ অভিযান চালিয়ে  তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের চান্দখানা মাস্টারপাড়া এলাকার মৃত আব্দুল মিজিদ বসুনিয়ার ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম(৬৭), জোড়াবাড়ী সেক্রেটারীপাড়া এলাকার মৃত জতিন্দ্রনাথ রায়ের ছেলে ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র রায়(৫৫), সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি শ্যামের ডাঙ্গা এলাকার বিমল চন্দ্র এর ছেলে ও স্বেচ্ছাসেবকলীগের ৬নং ওয়ার্ড সেক্রেটারী বিকাশ চন্দ্র(৩২)।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।’
মো:আব্দুল্লাহ আল মামুন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ