• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সৈয়দপুরে অনলাইন জুয়ায় জড়িত একজন গ্রেপ্তার, সাত দিনের কারাদন্ড

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৩০ পিএম

সৈয়দপুরে অনলাইন জুয়ায় জড়িত একজন গ্রেপ্তার, সাত দিনের কারাদন্ড

নীলফামারী প্রতিনিধি

 নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে জুয়া খেলার অপরাধে মো. রুবেল (১৮) নামে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত স্থানীয় শুটকির মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ওই শাস্তি দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত রুবেল পাশের উপজেলা কিশোরগঞ্জের নিতাই এলাকার আলাউদ্দিনের ছেলে।  আজ মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর  উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওইদিন উল্লেখিত সময়ে সৈয়দপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী ও সৈয়দপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিমের নেতৃত্বে যৌথভাবে  উপজেলার শুটকির মোড় এলাকায়   ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময়ে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে মোঃ রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতেতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তিক সাত  দিনের বিনাশ্রম  কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন,  এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ