• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জুলাই পুর্নজাগরণ ২০২৫ পালিত

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৩২ পিএম

ফরিদপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জুলাই পুর্নজাগরণ ২০২৫ পালিত

ফরিদপুর প্রতিনিধি

যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে ফরিদপুরে জুলাই শহিদদের কবরে পুস্পস্তবক অর্পনসহ নানা কর্মসুচীতে জুলাই পুর্নজাগরণ ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় ফরিদপুর সদর উপজেলার ৪ জন ও ভাঙ্গা উপজেলার ২ জন শহিদের কবর ফুলেল শ্রদ্ধা জানানা হয়।

শহরের গোয়ালচামট শহিদ জান শরীফ মিঠুর কবর ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, ফরিদপুর প্রেসক্লাবসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহিদের কবরে শ্রদ্ধা জানানো হয় এবং  শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পরে দুপুরে শহরের কবি জসিমউদ্দীন হলে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ