• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ঝালকাঠিতে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৩৭ পিএম

ঝালকাঠিতে শহীদদের কবরে পুষ্পমাল্য  অর্পন করে শ্রদ্ধা নিবেদন

ঝালকাঠি প্রতিনিধি

গণঅভুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়েছে। 
মঙ্গলবার সকাল ৯ টায় ঝালকাঠি সদর উপজেলার আগড়বাড়ি এলাকায় শহীদ মো. কামাল হোসেন সবুজ এর কবরে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার, জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, শহীদ মো. কামাল হোসেন সবুজ এর স্ত্রী সাদিয়া বেগম সহ অন্যরা উপস্থিত ছিলেন।  

একই সময় ঝালকাঠিতে দাফন করা নয় জন শহিদের কবরে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন,‘ জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের ঋন আমরা শোধ করতে পারবনা। আমরা সব সময় এদের পরিবারের পাশে রয়েছি । এদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে।
এছাড়াও গণঅভুত্থান দিবসে ঝালকাঠিতে  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ