
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৪৩ পিএম
চব্বিশের জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের সর্ববৃহৎ হাতিখানা কবরস্থানে সরকার ঘোষিত এই কর্মসূচি পালন করা হয়।
প্রথমে সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার ফারহাত আহমেদ কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী এবং সৈয়দপুর পুলিশ প্রশাসনের পক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন বেগ, শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ঘোষ, উপজেলা প্রকৌশলী আলী রেজা রাজু, ট্রাফিক পুলিশের টি আই মাহফুজার আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মীর্জা আবু সাইদ,মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী, পৌরসভা প্রধান হিসাব রক্ষক আবু তাহের, সুজন শাহ, আহত শিক্ষাথী আবু বক্কর, আলীমুল প্রমুখ।
এরপর দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম কারী মাওলানা গোলাম মাওলা। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা -কর্মীসহ সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।