• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বিএনপির একমাত্র ঠিকানা বাংলাদেশ -- খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৪৯ পিএম

বিএনপির একমাত্র ঠিকানা বাংলাদেশ -- খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

নীলফামারী প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, বিএনপির একমাত্র ঠিকানা বাংলাদেশ। বাংলাদেশেই আমাদের একমাত্র ঠিকানা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এক এগারোর সময় বিদেশে চলে যেতে বলেছিল ফখরউদ্দিন সরকার। তখন আমাদের নেত্রী সাফ জানিয়ে দিয়েছিল আমি বিদেশে যাবোনা। মরলে এ দেশেই মরবো। কারন আমরা বাংলাদেশকে ভালোবাসি। বিদেশে আমাদের বন্ধু রয়েছে কোন প্রভু নেই। তিনি বলেন গত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপি যে আন্দোলন গড়ে তুলেছিল কোটা বিরোধী আন্দলন সেই আন্দোলনকে সরকার পতনে রুপ দিয়েছে। ফলে ৫ আগষ্ট অবৈধ আওয়ামী সরকারের পতন ঘটে।

মঙ্গলবার বিকালে ডোমার হাইস্কুল মাঠে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ছাত্র ও গণ জমায়তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশাল এই গণ-জমায়েত উপজেলা বিএনপির সভাপতি মো:রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এ সময় সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, পৌর বিএনপির সভাপতি মো:আনিছুর রহমান আনু,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আখতারুজ্জামান সুমন ও পৌর সম্পাদক মোজাফফর আলী বক্তব্য রাখেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আরো বলেন, ১৬ বছর স্বৈরাচারী হাসিনা বিএনপি নেতাকর্মীদের  উপর অত্যাচার ও নির্যাতন চালিয়ে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও গুম করেছেন। বিএনপি নেতাকর্মীদের উপর লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন তাদের জেল খাটিয়েছেন।

তারপরও বিএনপি আন্দোলন চালিয়ে গেছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে।   বিএনপির তিলে তিলে গরা আন্দোলনে স্ফুলিঙ্গের মত ধরা দেয় কোটা বিরোধী আন্দোলন। এই আন্দোলনের ফলে স্বৈরাচারী হাসিনা দুপুরের ভাতটুকুও খেতে পারেনি। তার আগেই পালিয়ে গেছে। ইতিহাসে লেখা থাকবে স্বৈরাচারী হাসিনার পালানোর খবর। তুহিন আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে এলাকায় ব্যাপক উন্নয়ন ঘটবে। তাই আগামী নির্বাচনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এর আগে বিকালে ডোমার শহরের বাটার মোড় খেকে এক বিশাল বিজয় মিছিলের নেতৃত্ব দেন তিনি। বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে ডোমার হাইস্কুল মাঠে ছাত্র গণ- জমায়তে মিলিত হয়। ছাত্র গণ-জমায়েতটি এক সময় জন সমুদ্রে পরিনত হয়। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গন-জমায়তে অংশ নিয়ে গন জমায়েতকে সাফল্য মন্ডিত করে তুলেন। 
মো:আব্দুল্লাহ আল মামুন 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ