• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জুলাই অভ্যূত্থানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৮:৫১ পিএম

জুলাই অভ্যূত্থানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি

জুলাই অভ্যূত্থানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলার ব্যারিস্টার বাজার থেকে একটি গণ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

পরে চৌরঙ্গী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারী নাসির উদ্দিনের সঞ্চালনায় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারী দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম, শহর জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা বিদায় নিলেও তার পেতাত্মারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দিল্লিতে থাকা তাদের মায়ের ইন্ধনে নাচানাচি করছে। কিন্তু তারা জানে না তারা বোকার স্বর্গে বাস করছে। অবিলম্বে জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতিটি ঘটনার দৃশ্যমান বিচার করতে হবে।

প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও জুলাই আন্দোলনে নিহতের ঘটনার বিচার কাজ শেষ করে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যাতে জনগণের মত প্রকাশের প্রতিফলন ঘটে। 
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ