• ঢাকা সোমবার
    ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

পঞ্চগড়ে সেনা অভিযানে ৯ অনলাইন জুয়াড়িকে জেল জরিমানা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৮:৫৫ পিএম

পঞ্চগড়ে সেনা অভিযানে ৯ অনলাইন জুয়াড়িকে জেল জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে অনলাইন জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার  রাতে  পঞ্চগড় সদর উপজেলার পূর্ব ইসলামবাগ এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় ঘটনাস্থল থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে ভারতীয় বিভিন্ন জুয়া সাইটে নিয়মিত জুয়া খেলার পাশাপাশি অন্যদের উৎসাহিত করছিলেন বলে জানায় সেনাবাহিনী। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ৯ জনের মধ্যে ৩ জনকে জরিমানা এবং বাকি ৬ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তারা হলেন পঞ্চগড় জেলা শহরের পূর্ব ইসলামবাগ এলাকার ফারুক হোসেন (২৬), জাহিদ ইসলাম (৪৫), শফিকুল ইসলাম, শাহাজাহান (৪০), দেলোয়ার (৪০) ও ময়নাল (২৭)।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান জানান,  অনলাইন জুয়া মহামারীর মতো ছড়িয়ে পড়ছে।  অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে।  তাই আমরা অনলাইন জুয়া খেলোয়াড় ও এই চক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করেছি। এরই অংশ হিসেবে  ৯ জনকে জেল জরিমানা করা হয়েছে।  আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ