 
              প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:৪৭ পিএম
 
                 
                            
              পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে বাউফল পাবলিক মাঠ মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির।
এসময় আরও উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাদল হাওলাদার, সদস্য সচিব প্রভাষক মো. নাইম শিকদার তারেক, সভাপতি পদপ্রার্থী মো. শাহিন রেজা, সাধারণ সম্পাদক প্রার্থী মো. রিয়াজ পঞ্চায়েত ও মো. তৌসিফুর রহমান রাফাসহ অন্যরা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      