• ঢাকা বৃহস্পতিবার
    ২১ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:৫৮ পিএম

পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি,আলোচনা সভা গণজমায়েতের মধ্য দিয়ে বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বিকালে বোদা ধানহাটি মাঠে  এক সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

বোদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান,সাধারণ আসাদুল্লাহ আসাদ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,রায়হানুল আলম প্রধান রিয়েল,পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ,আব্দুল্লাহ আল মারুফ অনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুল ইসলাম আকাশ,সদস্য সচিব আসলাম মির্জাসহ উপজেলা ইউনিয়ন ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ।

পরে সেখান থেকে  একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ