
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৭:২৭ পিএম
নিহত উর্মি আক্তার (১৫) বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের নজরুল বয়ার মেয়ে।
পটুয়াখালীর বাউফলে উর্মি আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্বখালি-নুরাইনপাশা খালের হাওলাদারবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উর্মি বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের নজরুল বয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় উর্মি। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। নিখোঁজের তিন দিন পর স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা নজরুল বয়ার অভিযোগ করে বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। অন্যদিকে নিহতের মামা সবুজ তালুকদারের দাবি, উর্মির সঙ্গে স্থানীয় এক ছেলের সম্পর্ক ছিল, তবে ছেলেটির পরিচয় তারা নিশ্চিত করতে পারেননি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে দ্রুত আইনের আওতায় আনা হবে।