
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৯:০৩ পিএম
পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকরী ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ অভিযানের মূল লক্ষ্য ছিল ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস এবং গণসচেতনতা সৃষ্টি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ। তিনি উদ্বোধনকালে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করা। সব জায়গা হয়তো পরিষ্কার রাখা সম্ভব নয়, তবে সচেতনতা বৃদ্ধি করে আমরা ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে পারি।”
ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার (টিবি) সুব্রত মল্লিক এবং প্রোগ্রাম অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প) আরিফুর রহমান। এছাড়া বাউফল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সুপারভাইজার মো. আলামিন এবং রেড ক্রিসেন্টের উপজেলা টিম লিডার মো. নাজমুল ইসলামও অনুষ্ঠানে যোগ দেন।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে পৌরসভার ২০ জন পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। তাদের নেতৃত্ব দেন পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সুপারভাইজার মো. আলামিন। বাউফল বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার এবং ডেঙ্গু মশার সম্ভাব্য বংশবিস্তার স্থানগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপজেলায় বিভিন্ন এলাকায় মাইকিং করে জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পুরো অভিযান বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়।
উপস্থিত বক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নাগরিকদের বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়বে এবং বাউফলকে ডেঙ্গুমুক্ত রাখতে বড় ভূমিকা রাখবে।