
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৬:৫০ পিএম
ফরিদপুরের সালথায় দুই কেজি গাঁজাসহ চানমিয়া শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী চানমিয়া, বাউশখালী গ্রামের মৃত মালেক শেখের ছেলে।
সোমবার ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাউষখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চানমিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।