• ঢাকা বুধবার
    ২৭ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:০০ পিএম

ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মসজিদের ইমামকে মারধরের অফিযোগে নবগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি তাপস তালুকদারসহ অন্যান্য আসামীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঝালকাঠি জেলা ইমাম সমিতি।

এ সময় তারা জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপিও প্রদান করে। মঙ্গলবার বিকেলে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির নেতৃত্বে ইমামরা মিছিলযোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির সভাপতিত্বে সমাবেশে  বক্তব্য রাখেন বাইতুল মুমিন জামে মসজিদের খতিব মাও: কাওসার মাহমুদ, ঝালকাঠি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাও: মোখতার আহমেদ,  মাওলানা রুহুল আমিন ও স্টীমারঘাট জামে মসজিদের খতিব মাও: ইব্রাহিম আল হাদি।

বক্তারা বলেন গত বৃহস্পতিবার বিকেলে  নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদারের নেতৃত্বে একদল লোক স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আল আমিনের কথা কাটাকাটির জেরে হামলা করে এবং তার দাঁড়ি ছিরে ফেলে। এ ঘটনায় ঝালকাঠি থানায় মামলা দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। আসামীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন ইমামরা।
 

আর্কাইভ