• ঢাকা সোমবার
    ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

নীলফামারীতে ট্রাক চাপা ও ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকাসহ দুই জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:৪৬ পিএম

নীলফামারীতে ট্রাক চাপা ও ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকাসহ দুই জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকাসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে পলাশবাড়ি ইউনিয়নের হরতকিতলা এবং সকালে জেলা শহরের উকিলের মোড় রেলপথে এই দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকার ওমর ফারুকের স্ত্রী স্কুল শিক্ষিকা মারুফা বেগম (৪২) ও জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের শুটিপাড়া বারোঘরিয়া এলাকার মৃত. আব্বাস আলীর ছেলে আইউব আলী (৬৫)।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, বিকেলে স্বামী ওমর ফারুকসহ মোটরসাইকেল যোগে ডোমারে ফিরছিলেন মারুফা। পথিমধ্যে ইজিবাইকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগলে সড়কে ছিটকে পড়েন তারা। একই পথে যাওয়ার সময় একটি ট্রাক চাপায় মারা যান মারুফা।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ডোমারে আটক করা হয়েছে তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। মৃতদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বুধবার সকাল ছয়টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের উকিলের মোড় এলাকায় রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান আইউব। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ