• ঢাকা শুক্রবার
    ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বাউফলে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭, সংবাদ সম্মেলন

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:০৩ পিএম

বাউফলে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭, সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাশপাড়া ইউনিয়নের সিকদারবাড়ির কাওসার শিকদারের কাছে ধুলিয়া ইউনিয়নের জাকির খানের মেয়ে ফারজানা আক্তার নামের এক কিশোরী প্রায় দুই সপ্তাহ ধরে অবস্থান করছেন। কাওসার স্থানীয় আইয়ুব আলী শিকদারের তৃতীয় পুত্র। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে কাওসারের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে দুর্ব্যবহার করেন। এ সময় কাওসারের ভগ্নিপতি স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক শাকিবুল ইসলাম দাবি করেন, তিনি উভয়ের অভিভাবকের অনুমতি নিয়ে তাদের কলেমা পরিয়ে দিয়েছেন, তবে কাবিন এখনো সম্পন্ন হয়নি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী জানায়, সরকারি নিয়ম মেনে কাবিন ছাড়া বিয়ে মেনে নেওয়া হবে না।

এ ঘটনার জেরে কাওসার শিকদার, তার ভাই ও ভগ্নিপতি মিলে প্রতিবাদকারীদের ওপর হামলা চালান। এতে লোকমান, রিমা বেগম, পারভেজ ও মিনারা বেগম আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা পারভেজ শিকদারের দোকান ভাঙচুর করে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

পরে উভয়পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৬-৭ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কাওসার ও তার পরিবার স্থানীয় সংবাদকর্মীদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। তারা দাবি করেন, মাদক সেবনে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এলাকাবাসী সংবাদ সম্মেলন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ন্যায়বিচার কামনা করেন।

অন্যদিকে কাওসারের ভগ্নিপতি শাকিবুল ইসলাম জানান, তিনি উভয় পরিবারের সম্মতিতে কলেমা পড়ে বিয়ে দিয়েছেন। সময়মতো কাবিন সম্পন্ন করা হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ