• ঢাকা শুক্রবার
    ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

খুলনার গুটু‌দিয়া ইউ‌পি চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখার দা‌বিতে সড়কে মানববন্ধন

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:০৫ পিএম

খুলনার গুটু‌দিয়া ইউ‌পি চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখার দা‌বিতে সড়কে মানববন্ধন

খুলনা ব্যুরো

খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার ১৩ নং গুটু‌দিয়া ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শেখ তু‌হিনুল ইসলাম তু‌হি‌নের চেয়ারম‌্যান পদ স্থগীত রাখায় তাকে স্বপদে বহাল রাখার দা‌বিতে বি‌ক্ষোভ মি‌ছিল ও মানবন্ধন কর্মসু‌চি পালন করেছেন ইউ‌নিয়নবাসী।

২৮ আগস্ট সকাল সাড়ে ১১ টায় বাইপাস সড়‌কের মে‌াস্তার মোড়ে ইউ‌নিয়ন বাসীর উ‌দ্যো‌গে ২ ঘন্টা ব‌্যা‌পি এ কর্মসু‌চি অনু‌ষ্ঠিত হয়।

কর্মসু‌চি চলাকালে বিক্ষুদ্ধ এলাকাবাসী জানান, সতন্ত্র ভাবে চেয়ারম‌্যান নির্বা‌চিত হন তু‌হিনুল ইসলাম। ষড়যন্ত্র ক‌রে সম্প্রতি এক‌টি মামলায় তাকে আসামী করা হয়। তু‌হিনুল ইসলাম সে মামলা থেকে জা‌মিন নিয়ে প‌রিষদে গেলে এক‌টি কুচ‌ক্রি মহলের যোগ সাজেসে তার চেয়ারম‌্যান পদ স্থগীত করা হয়। চেয়ারম‌্যান না থাকায় ইউ‌নিয়‌নের বা‌সিন্দারা পড়েছে চরম বিড়াম্বনায়। কাং‌খিত সেবা থে‌কেও ব‌ঞ্চিত হচ্ছে ইউ‌নিয়নের মানুষ। তাকে চেয়ারম‌্যান হি‌সে‌বে স্বপ‌দে বহাল রাখাতে প‌রিষদের ১২ জন ইউ‌পি সদস‌্যর ম‌ধ্যে ৮ জন সদস‌্য খুলনা জেলা প্রশাসক ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লি‌খিত দি‌য়ে‌ছেন। কিন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন জওয়াব না দেয়ায় যার কারণে সেবা ব‌ঞ্চিত ইউ‌নিয়নবাসী সড়কের উপর আন্দোলনের নামে। এ সময় তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।  

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ মিলন খান, মোঃ জ‌হির খান, নুর ইসলাম সরদার, প‌বিত্র গোলদার সহ আরো অনেক। বক্তারা বলেন ইউ‌নিয়নবাসীর সা‌র্বিক সেবা নি‌শ্চিত করতে চেয়ারম‌্যা‌নের স্থগীত পদ বা‌তিল ক‌রে তু‌হিন‌কে চেয়ারম‌্যান পদে বহাল রাখার দা‌বি জানানো হয়েছে। তাদের দা‌বি বাস্তবায়ন না হ‌লে ক‌ঠোর কর্মসু‌চি দেয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষনা দেয়া হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ