
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:০৮ পিএম
নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সৈয়দপুরে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার দিনগত রাতে (২৭ আগষ্ট) শহরের ওয়াপদা মোড় থেকে তাদের ইয়াবা টেবলেট সহ আটক করা হয়।
সূত্র জানায়, পুলিশ সুপার নীলফামারী এ.এফ.এম. তারিক হোসেন খান এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত প্রায় ১০ টায় সৈয়দপুরের ওয়াপদা মোড় এলাকার খাদিজা পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কে রংপুর গামী একটি বাস দাঁড় করিয়ে অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে পালানোর সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সৈয়দপুর শহরের, কাজীপাড়া এলাকার শুকুর আলীর ছেলে পলাশ (৩৫) বানিয়া পাড়ার আব্দুল রশিদের ছেলে ফজলে রাব্বি (২০)। অভিযানে পলাশ মিয়ার শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ফজলে রাব্বীর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং তাদের বৃহস্পতিবার (২৮ আগস্ট) নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।