• ঢাকা শুক্রবার
    ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় ডিবির হাতে গ্রেপ্তার সিকদার লিটন

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১০:৪৯ পিএম

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় ডিবির হাতে গ্রেপ্তার সিকদার লিটন

ফরিদপুর প্রতিনিধি

হত্যা, চাঁদাবাজিসহ  প্রতারণা মামলার আসামি সিকদার লিটন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ ও উপপরিদর্শক (এসআই) আজিজের নেতৃত্বে একটি দল সিকদার লিটনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মামুনুর রশিদ জানান, ‘চাঁদাবাজির অভিযোগে সিকদার লিটনের বিরুদ্ধে কোতায়ালি থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা তাকে কোতোয়ালি  থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

তিনি আরো জানান,সিকদার লিটন এর বিরুদ্ধে ঢাকায় ছাত্র-জনতার আন্দোলন দমনে একাধিক হত্যা, হত্যাচেষ্টা মামলা রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা বিস্ফোরক ও নাশকতার মামলার এজাহারনামীয় আসামি তিনি।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ