• ঢাকা শুক্রবার
    ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৩:৫৫ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু

বরিশাল প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করবে। মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে মৌলিক কথাগুলো বলতে পারবে। তাছাড়া, নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।

‎আমীর খসরু আরও বলেন, আগে অর্থনীতি কিছু সীমিত লোকের হাতে ছিল। অর্থনীতিকে সাধারণ মানুষের সাথে পৌঁছে দিতে হবে।  কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষুদ্রশিল্পকে আন্তর্জাতিক বাজারে জায়গা তৈরি করে দিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ