• ঢাকা শুক্রবার
    ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ভারতে আটক হওয়া নারী-শিশুসহ ১৫ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৭:১৬ পিএম

ভারতে আটক হওয়া নারী-শিশুসহ ১৫ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতে আটক হওয়া ১৫ বাংলাদেশীকে সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্প এর অধিনে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উক্ত বাংলাদেশীদের উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্ত করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে সেকেন্দার হোসেন (৩৩), নকিপুর এলাকার কালাচাঁদ গাজীর ছেলে আব্দুল্লা গাজী (৩৮), যোগেন্দ্র নগর গ্রামের সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫), রুহুল আমিনের মেয়ে সুমাইয়া আক্তার (৭), শ্যামনগরের কালিঞ্চি গ্রামের মিকাইল মোল্লার স্ত্রী নাজমা বিবি (৩৩), মিকাইল মোল্লার মেয়ে মাহেরা আক্তার (৬), মিনা (১৩) ও ছেলে নাজমুল হাসান নাইম (১৬), খুলনার বাটিয়াঘাটার কৃষ্ণনগর গ্রামের মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মৃত জিয়ারুল ইসলামে মেয়ে হাসিনা খাতুন (১০), শ্যামনগর উপজেলার পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মাফুজা খাতুন (৩৪), এই গ্রামের আব্দুল খালেকের মেয়ে তানিয়া সুলতানা (১০) ও মাফুজ রহমান (২)।

বিজিবি সুত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে বিজিবি টহল কালে ভারতের হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করা সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। পরে বৃহস্পতিবার রাতে বিএসএস এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়ন এর তলুইগাছা বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আটক হওয়া উল্লেখিত ব্যক্তিদের নাম ঠিকানা, স্বভাব চরিত্র ও পিসিপিআর যাচাই করার জন্য সংশ্লিষ্ঠ থানায় বেতার বার্তা প্রেরন করা হয়েছে। বেতার বার্তার জবাব প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে বৈধ অভিভাবকদের জিম্মায় প্রদান করা হবে বলে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক নিশ্চিত করেছেন।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ