• ঢাকা রবিবার
    ৩১ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:৪১ পিএম

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল নিয়ে জেলার থানাপাড়া এলাকায় অবস্থিত জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে তারা। এরপর ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাসে মহাসড়ক অবরোধ করে। এসময় প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল।

তবে জাতীয় পার্টির অফিস তারা ভাঙচুর করেনি জানিয়ে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাগর বলেন, ভিপি নুরকে অন্যায়ভাবে মব সৃষ্টি করে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে। দেশে এখনও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির মধ্যে বিরাজমান। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করছি, অতিদ্রুত আসামিদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ