
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৩০ পিএম
বিএনপি`র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র্যালী বের করে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি। সোমবার বিকেলে পাবনার ঈশ্বরদী পৌর শহরে।
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র করা হচ্ছে। যেকোন মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আসুন এখনই আমরা ঐক্যবদ্ধ হই। আবারো পুর্বের মত লড়াইয়ে নামতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল আনন্দ র্যালি শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাকারিয়া পিন্টু বলেন, প্রতিদিন আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে যাচ্ছি, আপনাদের অফুরন্ত ভালোবাসায় আমি মুগ্ধ হচ্ছি। ঈশ্বরদীবাসীর নিকট চির কৃতজ্ঞ থাকব। আমাদের এভাবেই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন কুচক্রী মহল যাতে সুযোগ নিতে না পারে। ডিসেম্বরে কিন্তু আন্দোলনে নামতে হতে পারে। আসুন ঐক্যবদ্ধ হই। সবাই মাঠে কাজ করবেন, যোগ্যতা অনুযায়ী ধানের শীষ নিয়ে আসবেন। ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে বিএনপি প্রত্যেকবার জেগে উঠেছে। রাজপথে জীবন দিয়ে প্রতিহত করেছে। ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।
জাকারিয়া পিন্টু বলেন, ‘আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’ দলীয় গঠনতন্ত্র নিয়মনীতি মেনে চলতে হবে। এছাড়াও তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। আগামীতে ধানের শীষের মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত ঈশ্বরদীকে রোল মডেলে পরিনত করা হবে বলেও জানান তিনি।
এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপি`র সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন।
এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে নাজিমুদ্দিন হাইস্কুল থেকে বিশাল র্যালির বহর নিয়ে বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেচে গেয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও এর সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।
উল্লেখ, জাকারিয়া পিন্টু পাবনা জেলা বিএনপি`র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদীর পৌর বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক। আলোচিত শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি ছিলেন। ৫ আগস্টের পর তিনি মুক্ত হন।