• ঢাকা শুক্রবার
    ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৪৩ এএম

সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্থানীয়রা জানায়, কুমিল্লা জেলার মেঘনা থানার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটু। তাদের গ্রেফতারে বৃহস্পতিবার দুপুরে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালায় মেঘনা থানার পুলিশ।

মহসিনকে গ্রেফতার করা হলে পুলিশের ওপর হামলা চালায় তার অনুসারীরা। হাতকড়াসহ ছিনিয়ে নেয় মহসিনকে। এসময় একটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ