• ঢাকা সোমবার
    ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সৈয়দপুরে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৩৪ পিএম

সৈয়দপুরে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ৯ বছরের শিশু ধর্ষণকারী মোকছেদ আলী প্রামানিক (৫৬) কে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সৈয়দপুর উপজেলা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সৈয়দপুর উপজেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক সফিকুল রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বোতলাগাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা. রুমানা বেগম, স্কুল শিক্ষিকা হাসিনা বানু ও শিশুটির মা বাবা আত্মীয়স্বজন।

বক্তারা বলেন, গত ২৯ আগস্ট দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখুলি তহসীলদার পাড়ার মৃত. বাসরা প্রামাণিকের ছেলে মোকছেদ আলী (৫৬) দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৯ বছরের শিশুকে ফুসলিয়ে তার বাড়ি পরিস্কার করার কথা বলে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে এবং ২০ টাকা হাতে দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে। পরে শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি শিশুটির মাকে জানায়। তিনি ১ সেপ্টেম্বর বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ এর ৯ (১) ধারায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশও এর সত্যতা পায়। কিন্তু মামলা করার পরেও পুলিশ ধর্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপই নিচ্ছেন না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এদিকে ধর্ষক মোকছেদ আলী প্রকাশ্যে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, মামলার তদন্ত আমি নিজেই তদারকি করছি। বর্তমানে আসামী পালাতক রয়েছে। তবে আসামীকে গ্রেপ্তারে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ