• ঢাকা সোমবার
    ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ভোলায় নোমানী হত্যার বিচার চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৩৭ পিএম

ভোলায় নোমানী হত্যার বিচার চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শামীমসহ আরও কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় তারা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, “এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। জুলাই অভ্যুত্থান-পরবর্তী স্বাধীন দেশে এমন নির্মম হত্যাকাণ্ড প্রত্যাশিত ছিল না। আমিনুল হক নোমানী শুধুমাত্র একজন শিক্ষক নন, তিনি ছিলেন দ্বীনের দায়ী এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর।”

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে পাশে থাকার আশ্বাস দেন শিক্ষার্থীরা।

ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শামীম বলেন, “আজ আমিনুল হক নোমানীকে হত্যা করা হয়েছে, শুধু তার নয়, এ দেশের শিক্ষিত আলেম সমাজের ওপরও হামলা চালানো হয়েছে। ৫ আগস্টের পর দেশে যেরকম অরাজকতা শুরু হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ছাত্রসমাজ, শিক্ষক সমাজ, শ্রমিক, কর্মজীবী এমনকি সাংবাদিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের দেশে বহিরাগত পরাশক্তির ষড়যন্ত্র চলছে।”

তিনি আরও বলেন, "আজ সাংবাদিক ভাইদের জীবনও হুমকির মুখে। যারা সমাজে চলাফেরা করছেন, ইসলামী রাজনীতি, দ্বীন ও হকের কথা বলছেন—তাদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। আমি ভোলা জেলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক সবাইকে আহ্বান জানাই, আমিনুল হক নোমানীর হত্যার বিচার না পাওয়া পর্যন্ত কেউ পিছুপা হবেন না। বিচার সম্পূর্ণভাবে আদায় করতে হবে, তারপরে মাঠ ছাড়বেন। নতুবা, আজ নোমানীকে হত্যা করা হয়েছে, কাল আমাকে, পরশু আপনাকে হত্যার শিকার হতে হবে।”

প্রসঙ্গত, আমিনুল হক নোমানীকে  শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর চরনোয়াবাদ এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে রাত ১০টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ