
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৩৯ পিএম
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের ওপর হামলার নিন্দা ও জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
রোববার বিকেলে আলিপুর গোরস্থান জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং হাসিবুল হাসান লাভলু সড়কে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানেই একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ফরিদপুর সদর থানার সভাপতি সাইফুল্লাহ জিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মোঃ শামসুল হক, স্কুল বিষয়ক সম্পাদক মোঃ শাকিল আহমেদ, মাদ্রাসা বিষয়ক সম্পাদক তাজবীত আহমেদ, যুব মজলিসের দপ্তর সম্পাদক মাওলানা আবু নাঈম, মোঃ রেজওয়ানুল হক, এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মোঃ রুহুল আমিন।
বক্তারা এই হামলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে বলেন, "এই ধরনের ঘটনা তাদের পূর্বপরিকল্পিত। তারা সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।" একই সঙ্গে বক্তারা প্রশাসনের উদাসীনতারও তীব্র নিন্দা জানান। তারা আরও বলেন, "দেশে কোনো কওমি মাদ্রাসার ওপর হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না।"
বক্তারা জানান, সাম্প্রতিক হামলায় হাটহাজারী মাদ্রাসার শতাধিক ছাত্র আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ ও প্রতিবাদ সভার শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।