
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:৪০ পিএম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষকে বিনা বিচারে জেলে যেতে হয় না, আমাদের ভাই-বোনদেরকে গুম হতে হয় না। কাউকে কোন অচেনা জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়না বিএনপি ক্ষমতায় থাকলে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে, অর্থনীতি ভালো হয়, দেশের যুবকদের চাকরি হয়, ছাত্রছাত্রীরা পড়াশোনা ঠিক মতন করতে পারে, নারীরা নিরাপদ থাকে এবং ওলামা মাশায়েখরা বিএনপি ক্ষমতায় থাকলে ভালো থাকে।
বুধবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন ও নতুন সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি নেতা সিদ্দিকুর রহমান তালুকদার, আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার, তৈয়বুর রহমান সহ স্থানীয় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।