• ঢাকা শনিবার
    ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

নির্বাচন পেছাতে স্বার্থান্বেষী গোষ্ঠী প্রচেষ্টা অব্যাহত রেখেছে: ডা. জাহিদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:১৫ পিএম

নির্বাচন পেছাতে স্বার্থান্বেষী গোষ্ঠী প্রচেষ্টা অব্যাহত রেখেছে: ডা. জাহিদ

গাজীপুর প্রতিনিধি

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে স্বার্থান্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসররা প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতেই ভাবার প্রয়োজন নেই স্বৈরাচারের দোসররা পালিয়ে গেছে। স্বৈরাচার পালালেও তার দোসর আমাদের ভেতরেই আছে। কোনোভাবেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না। 

তিনি বলেন, ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করলেই ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে। যেমন পালিয়ে গিয়েছিল ২৪-এর ৫ আগস্টে মহা শক্তিশালী স্বৈরাচার। তাই, জনগণকে ঐক্যবদ্ধ রেখে ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে। 

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকে খেয়াল রাখবেন সদস্য নবায়ন ফরমে যেন স্বৈরাচারের দোসররা সদস্য না হয়। জনগণকে ঐক্যবদ্ধ না করতে পারলে কয়েক হাজার কর্মী বাহিনী দিয়ে আগামীর যুদ্ধে জয়লাভ করা যাবে না। জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলেই ধানের শীষ জয়যুক্ত হবে।

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর ছিদ্দিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির অনেকে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ