• ঢাকা রবিবার
    ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ

ট্রেন আটকে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের, নিদারুণ ভোগান্তি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৪৪ এএম

ট্রেন আটকে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের, নিদারুণ ভোগান্তি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এছাড়া কৈডুবি সদরদী এলাকায় বেনাপোল-ঢাকা রেলপথও অবরোধ করেছে বিক্ষুব্ধরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গায় ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের ৮টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ট্রেন আটকে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের, নিদারুণ ভোগান্তি

হামিরদী ও আলগী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেয় স্থানীয়রা। এর আগে গত সপ্তাহেও টানা তিনদিন একইভাবে অবরোধ করেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশের নগরকান্দা উপজেলার সঙ্গে অর্থাৎ, ফরিদপুর-২ সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে। এর পরেই ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ