
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:০৩ পিএম
ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে টানা তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। রোববার ভোর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে ঢাকা ও দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সকাল থেকেই ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামিরদী, ভাঙ্গা দক্ষিণপাড় এবং ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী ও মুনসুরাবাদ এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে দেয়। একই সময়ে, ঢাকা-খুলনা রেলপথে গাছের গুঁড়ি এবং লাল পতাকা ব্যবহার করে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে খুলনা থেকে ঢাকাগামী `নকশিকাঁথা কমিউটার` ট্রেনটি হামিরদী এলাকায় আটকা পড়ে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামানের মতে, অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন নিশ্চিত করেছেন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।
এদিকে, আন্দোলনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ আটক করেছে বলে খবর ছড়িয়ে পড়ার পর বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেয়। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন তাদের দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলবে।