
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:০১ পিএম
পটুয়াখালীর বাউফলে দুর্বৃত্তদের হাতে এক ব্যবসায়ী ছিনতাই ও হামলার শিকার হয়েছেন। টানা দুই দফায় হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে আহত ওই ব্যবসায়ী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগীর ছোট ভাই মিরাজ কাজী বাদী হয়ে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ব্যবসায়ী মো. মিজান কাজীর পথরোধ করে। এসময় তারা এলোপাতাড়ি মারধর করে মাথায় গুরুতর আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। দুর্বৃত্তরা তার কোমরে থাকা সাইড ব্যাগ থেকে নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে লোহার রড দিয়ে হত্যার চেষ্টা করলে প্রাণপণ প্রতিরোধে মিজান বেঁচে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরিবারের দাবি, ঘটনার দুই দিন পর রাত আনুমানিক তিনটার দিকে বাসায় সন্তানদের দেখতে গেলে দুর্বৃত্তরা আবারও তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি।
ভুক্তভোগীর ছোট ভাই মিরাজ কাজী বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। শুধু টাকা ছিনতাই নয়, তাকে বারবার টার্গেট করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অথচ এখনো আসামিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে আমরা পরিবারসহ চরম আতঙ্কে আছি।”
এ বিষয়ে বাউফল থানার এসআই সাইদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
টানা দুই দফা হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে।