• ঢাকা বুধবার
    ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

রাঙ্গামাটিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৩:৩১ পিএম

রাঙ্গামাটিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থী রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, শিক্ষা সফর শেষে ফেরার পথে সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়িটিতে ৩৯ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

আর্কাইভ