• ঢাকা বুধবার
    ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

‎বাউফলে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রস্তুতি সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৩ পিএম

‎বাউফলে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রস্তুতি সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পটুয়াখালীর বাউফলে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রস্তুতি সভা। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী, থানা প্রতিনিধি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষকবৃন্দ। 

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে প্রথমবারের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট, হেলমেট, নেট, গ্লাভস, স্টাম্প, র‌্যাকেট, ফেদারসহ নানা ধরনের খেলার সরঞ্জাম। 

‎কারখানা দারুন ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, হোনাহুরা ইসলামীয় নেসারিয়া ফাজিল মাদ্রাসার মাওলানা সাহাবুদ্দিন আল মামুন এবং পশ্চিম কাজিপাড়া দাখিল মাদ্রাসার সুপার ফারুক আহমেদ বলেন, “চাকরিজীবনে প্রথমবারের মতো আমাদের প্রতিষ্ঠানে সরকারি উদ্যোগে ক্রীড়া সামগ্রী এসেছে। এর আগে উপজেলা থেকে এমন বিতরণের কথা জানতামই না। 

এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ