• ঢাকা শুক্রবার
    ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:২৪ পিএম

সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা মা-মেয়ে ও চালক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত  কেশবা প্রিয় (আঁখি চৌধুরী)  ও তার মেয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী এবং শহরের নবীনগর এলাকার সজল গোপ।

পুলিশ জানায়, ট্রাক-সিনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পর ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ