• ঢাকা শনিবার
    ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলন

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৭:২১ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী  শহরের শিশু একাডেমী ‌ অডিটোরিয়ামে উক্ত কর্মী সম্মেলনে ‌ সভাপতিত্ব করেন জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ ‌ ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ ও ফরিদপুর ৩ আসনের ‌সদস্য পদপ্রার্থী মুফতি কামরুজ্জামান ‌।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ সংগঠনের উপদেষ্টা আল্লামা হেলাল উদ্দিন ‌, কেন্দ্রীয় কমিটির  সহ সভাপতি ‌ নাজমুল হাসান কাসেমী,মহাসচিব ‌ মনজুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক লোকমান মাজহারি, অর্থ সম্পাদক ‌ মোহাম্মদ জাকির হুসাইন কাসেমী, ‌ সদস্য ‌ জুবায়ের হোসেন কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক ‌মাওলানা কবির হোসেন ‌, ফরিদপুর মহানগরের সভাপতি মওলানা মনসুর আহমেদ, ‌ সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন , বোয়ালমারী থানার সভাপতি মুফতি আমির হুসাইন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, নগরকান্দা থানা সভাপতি মুক্তি মামুন আব্দুল্লাহ কাসেমী ‌, আলফাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ ‌ আজিজুল্লাহ, মধুখালী থানার  সাধারণ সম্পাদক মুফতি শাহেদ আলী, সালথা থানার সভাপতি ‌ মুফতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ ভাঙ্গার প্রতিনিধি  আশরাফ আলী মাহমুদী ।

এ সময় তারা জমিয়তে ‌ উলামায়ে ‌ ইসলাম বাংলাদেশের ‌ বিগত দিনে কর্মকাণ্ড নিয়ে ‌ আলোচনা করে বলেন, এই সংগঠন ‌ ১০৬ বছরের পুরাতন সংগঠন। বিগত দিনে প্রত্যেকটা লড়াই সংগ্রাম ‌ এই সংগঠনের নেতৃবৃন্দ ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  এই সংগঠন ‌ সত্যের পথে কাজ করেছে, এখনো তা থেকে বিচ্যুতি হয়নি ‌।

বক্তারা আরো জানান,  ইসলাম শান্তির  ধর্ম ‌ আর তাই ‌ ইসলামে দ্বিচারিতার কোন স্থান নেই ‌ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‌ ইসলামকে মাইনাস করে ‌ কোনভাবেই ‌ ক্ষমতায়  যাওয়া যাবে না ‌।

বক্তারা বলেন, ‌ ফরিদপুরের ‌ এ ধরনের একটা ‌ কর্মী সম্মেলনের আয়োজন করার জন্য ‌‌ সবাইকে ধন্যবাদ জানান। ফরিদপুরের এই ধরনের ‌ কর্মী সম্মেলন প্রমাণ করে ‌ এই সংগঠন ‌ ভবিষ্যতে আরো ভালো করতে পারবে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ‌ মুফতি জাকির হোসেন কাসেমী, ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ‌ মুফতি মামুন আব্দুল কাসেমী এবং ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি কামরুজ্জামানকে ‌ পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ‌ দেশ ও মুসলিম উম্মার ‌‌ শান্তি কামনায় ‌ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের ‌‌ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ‌মাওলানা ‌ আব্দুল কাইয়ুম কাসেমী। সার্বিক ‌ সহযোগিতা করেন জেলা সাধারণ সম্পাদক ‌ মাওলানা ইসমাইল হোসেন।

আর্কাইভ