
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৬:৩১ পিএম
পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় র্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমাণ পরিবেশের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (৬ অক্টোবর ২০২৫) র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে গলাচিপা উপজেলার সদর রোডে অবস্থিত গোপাল স্টোর ও নুপুর স্টোর নামের দুটি প্রতিষ্ঠানে পৃথকভাবে তল্লাশি চালানো হয়। এ সময় গোপাল স্টোর থেকে আনুমানিক ১ টন নিষিদ্ধ পলিথিন এবং নুপুর স্টোর থেকে প্রায় ২৫০ কেজি পলিথিন জব্দ করা হয়।
র্যাব জানায়, দোকান মালিকরা এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন, যা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর পরিপন্থী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোপাল স্টোরের মালিককে ১৫,০০০ টাকা ও নুপুর স্টোরের মালিককে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ রক্ষায় র্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।