 
              প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৬:৩৩ পিএম
 
                 
                            
              পটুয়াখালীর বাউফল উপজেলায় একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে এই পাঁচ সন্তানের জন্ম হয়। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে।
খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতালে নবজাতকদের একনজর দেখতে ভিড় করছেন অনেক মানুষ।
লামিয়া আক্তারের বাড়ি বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামে। তার শ্বশুরবাড়ি কালিশুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংহেরাকাঠি গ্রামে। স্বামী মো. সোহেল বাহেরচর বাজারের একজন মুদি দোকানি।
মো. সোহেল জানান, “বর্তমানে আমার সন্তানরা সুস্থ আছে। চিকিৎসকদের পরামর্শে নবজাতকদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমার স্ত্রীকেও বরিশাল ডায়াবেটিস হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। স্ত্রী ও সন্তানরা সুস্থ থাকলে আগামী দুই-এক দিনের মধ্যে বাড়ি ফিরব।”
স্থানীয়রা একে ‘অলৌকিক’ ঘটনা বলে বর্ণনা করেছেন। চিকিৎসকরা জানান, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সঠিক পর্যবেক্ষণের কারণেই এমন জটিল প্রসব সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      