• ঢাকা বৃহস্পতিবার
    ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

লালমনিরহাটে কমেছে তিস্তার পানি, কমেনি দুর্ভোগ

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১১:০১ এএম

লালমনিরহাটে কমেছে তিস্তার পানি, কমেনি দুর্ভোগ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরিহাটে তিস্তার পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এক রাতেই লোকালয় থেকে নেমে গেছে বন্যার পানি । মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৩ সে.মি নিচে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে।

হঠাৎ এ বন্যায় গতকাল সোমবার জেলার পাঁচ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছিলো। এক রাতেই পানি নেমে গিয়ে বন্যা পরবর্তীতে দুর্ভোগ দেখা দিয়েছে। কাচা ,পাকা, রাস্তা পানির তেড়ে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষত ভেসে উঠেছে। বাড়িঘর ও আশেপাশের পরিবেশ কর্দমাক্ত হয়ে আছে।

পানি কমে যাওয়ায় বানভাসীরা বাড়িঘরে ফিরতে শুরু করেছে। একেবারে নিম্নাঞ্চলে কিছু এলাকার ঘরবাড়ি ও শস্য ক্ষেত পানিতে ডুবে রয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

তালিকা করে বানভাসীদের সহায়তা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ