
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৯:২১ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলায় জেলেদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান হিরন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সুমনের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় বাউফলের ১৭৭ জন জেলেকে ২৫ কেজি করে মোট ৪ হাজার ৪২৫ কেজি চাল বিনামূল্যে বিতরণের কথা ছিল। তবে স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যান প্রত্যেক জেলের কাছ থেকে “ভাড়ার” নামে ৫০ টাকা করে আদায় করেন, যা মোট ৮ হাজার ৮৫০ টাকায় দাঁড়ায়।
এছাড়াও অভিযোগ রয়েছে, প্রতিজনকে ২৫ কেজির পরিবর্তে মাত্র ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
জেলে সোহেল বলেন, “আমরা চাল নিতে গেলে সচিব আমাদের দাঁড় করিয়ে রাখেন। পরে ৫০ টাকা দিলে চাল দেন।” অপর জেলে ছাইফুল বলেন, “৫০ টাকা দিয়ে ২০ কেজি চাল পেয়েছি, অথচ দেওয়ার কথা ছিল ২৫ কেজি।”
অভিযোগের বিষয়ে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান হিরন বলেন, “আমরা ১৭৭ জনের জন্য বরাদ্দ পেয়েছি, ১৭৭ জনকেই চাল দিয়েছি।” তবে টাকার বিষয়ে তিনি অস্বীকার করেন।
একইভাবে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সুমনও চাল ও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
স্থানীয় জেলেরা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।