• ঢাকা সোমবার
    ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৮:৫৬ পিএম

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ   সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি

এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে ঢাকায় শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদা উপজেলার শিক্ষক ও কর্মচারীবৃন্দের ব্যানারে সোমবার বিকালে পঞ্চগড়ের বোদায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ থেকে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি, নির্যাতনের স্বীকার শিক্ষকদের ক্ষতিপূরণের দাবী জানানো হয়। একইসঙ্গে দাবী আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী চলমান রাখার ঘোষণা দেওয়া হয় এবং দাবী আদায়ের লক্ষ্যে মঙ্গলবার বোদা উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীদের কালো ব্যাচ ধারনের কর্মসূচী ঘোষণা করা হয়। বিকালে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, উপজেলার শিক্ষক ও কর্মচারীবৃন্দের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোদা শহীদ মিনারে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক এমরান আল আমিন, বেলাল হোসেন,  আফতাবুর রহমান, রেজাউল করিম, মাওলানা মুজাহিদ রেজাউল ইসলাম, বাবুল ইসলাম, আবু বকর সিদ্দিক, ও আশরাফুল ইসলাম। শিক্ষকদের দাবী বাস্তবায়নে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বোদা উপজেলার এনসিপি’র প্রধান সমন্বয়ক শিশির আসাদ। 

আর্কাইভ