
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৯:৫৯ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সমেস উদ্দিনকে (৫৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত সমেস উদ্দিন সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ সাহাবাজ (খেওয়ারপাড়া) গ্রামের মৃত জোব্বার শেখের ছেলে।
শনিবার (১৮ অক্টোবর) র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবিকার তাগিদে ভুক্তভোগী শিশুটির মা-বাবা ঢাকায় গার্মেন্টস কারখানায় চাকরি করেন। সে কারণে ৮ বছর বয়সী শিশুটিকে তার নানাবাড়িতে রেখে যান মা। গত ২৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি নানাবাড়ির আঙিনায় খেলছিল। ওই সময় সমেস উদ্দিন ফুসলিয়ে শিশুটিকে পাশের নিজ বাড়িতে নিয়ে যায় এবং যৌন নির্যাতন করে। এতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে নানীর কাছে বিষয়টি খুলে বলে।
পরে ৩১ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় শিশু ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে প্রচারিত হয়। গুরুত্ব বিবেচনায় র্যাব এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। পরে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে শুক্রবার রাতে কাঁচপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকেই সমেস উদ্দিন আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।